ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে ফের সহিংসতায় তিনজন মারা গেছেন।
শুক্রবার (৪ আগস্ট) গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হলে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এই সহিংসতার ঘটনায় কুকি সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরেও অগ্নি সংযোগ ঘটানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নতুন করে এই সহিংসতার কথা জানিয়েছে বিষ্ণুপুর জেলার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দিবাগত রাত দুইটা নাগাদ বাফার জোন পেরিয়ে কিছু মানুষ মেইতি এলাকায় প্রবেশ করে। এরপরই তাদের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা ও ছেলেও রয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতারা সেই সময় তাদের বাড়ি পাহারা দিচ্ছিল।
এর আগে বৃহস্পতিবার রাজ্যের রাজধানী ইমফলে এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হন। অন্যদিকে বিষ্ণুপুরে অন্তত দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধরা হেইনগাং এবং সিংজামেই থানা থেকেও অস্ত্র ও গোলাবারুদ লুটের চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।
সিলেট ভয়েস/এএইচএম