ভারতের জুম্মুতে একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি যাত্রী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকালে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই দূরপাল্লার বাসটি কাটরার দিকে যাচ্ছিল। পথে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। কাটরা থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব অন্তত ১৫ কিলোমিটার।
জম্মুর পুলিশ কর্মকর্তা চন্দন কোহিল জানান, বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করছিল। যারা মারা গেছেন তারা মূলত বিহারের বাসিন্দা।
দুর্ঘটনাকবলিত বাসটি থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান প্রায় শেষ দিকে। রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা উদ্ধার সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান চলছে।