অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ভারতকে হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ নারী দল

গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এবার নারীদের পালা এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে শিরোপা জয়ে আনন্দকে দ্বিগুণ করার।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ভারতকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিততে চায় বাংলাদেশ নারী দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৭টায়।

ছয় দলকে নিয়ে গত ১৫ ডিসেম্বর মালয়েশিয়ার মাটিতে শুরু হয় নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৮ রানের জয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।

সুপার ফোরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ।

শিরোপা জয়ের জন্য ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক সুমাইয়া আকতার।