সিলেটের বিয়ানীবাজারে আপন ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর এলাকার মাদরাসা খেওয়াঘাট এলাকায় কুশিয়ারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাদরাসাছাত্র সালমান আহমদ (১৪) আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন হাফেজ সালমান। সাতার না জানায় এসময় পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনতা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। আজ শনিবার বিকেল ৪টার দিকে কুশিয়ারা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী বলেন, শুক্রবার সালমান তাঁর আপন ভাইয়ের সঙ্গে গোসল করতে নদীতে নামে। এসময় সাতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে অনেক চেষ্ঠা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বিকেল চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।