ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন, ঝুঁকিপূর্ণ অভিবাসন ও তার প্রতিকার, রিইন্টিগ্রেশন ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

গত ২৮ ও ২৯ এপ্রিল সিলেটের ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) কনফারেন্স রুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিলেট কর্তৃক ‘ইম্প্রোভড সাসটেইনেবল রিইন্টিগরেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীন দুই দিনব্যাপি প্রবাসবন্ধু ফোরাম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন প্রকল্পের সাইকোসোশ্যাল কাউন্সিলর তৌকির মাহমুদ রাজিব, প্রোগ্রাম অর্গানাইজার  মো: মামুন হোসেন ও মো: আনহার আলী।

প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসবন্ধু ফোরাম বিশ্বনাথের সভাপতি সাবেক চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, দক্ষিণ সুরমার সভাপতি সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ওসমানীনগর সভাপতি সাবেক চেয়ারম্যান কবি আব্দুল হাই মুশাহিদ, জৈন্তাপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ ৫টি উপজেলার  মোট ৩৪ জন জনপ্রতিনিধি সাংবাদিক  সহ নানা শ্রেণিপেশার মানুষ।