দীর্ঘ ১৮ বছর ২৭ জন দুর্বল শিশু সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করায় ব্রিটিশ রানি এলিজাবেথের জন্মদিনে দেওয়া অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাব পেয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের কামরুজ্জামান চৌধুরীর স্ত্রী আফিয়া চৌধুরী।
তিনি শারীরিকভাবে দুর্বল ও অসহায় সন্তানদের নিজের সন্তানের মতো প্রতিপালন করে তাদের সুন্দর সামাজিক অবস্থান গড়ে তুলতে সহায়তা করায় এই সম্মাননায় ভূষিত হন তিনি।
ওবিই সম্মাননায় ভূষিত হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন আফিয়া চৌধুরী। তার এই কর্মকান্ডের পেছনে স্বামী কামরুজ্জামানের সমর্থন ও সার্বিক সহযোগিতা ছিল বলে জানান আফিয়া চৌধুরী।
আফিয়া চৌধুরী তার স্বামী কামরুজামান চৌধুরী এবং চার সন্তান মো. রিয়াজুজ্জামান চৌধুরী, পুত্র মো. ইজাজুজ্জামান চৌধুরী, মো. সাইদুজ্জামান চৌধুরী ও মো. শাহেদুজ্জামান চৌধুরী সহ দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন। সন্তানদের প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত। আফিয়া চৌধুরীর স্থায়ী নিবাস সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দরগাপাশা গ্রামে।