মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকা থেকে ১২৪ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল (১৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উত্তর মোড়াইল এলাকার মো. আমিনুজ্জামান জামাল মিয়ার ছেলে মো. আমিনুজ্জামান (৪০), পাইকপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬), পুনিয়াউট এলাকার মৃত ইসমাইল হোসেনের মো. ইয়াছিন (২৮)।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তাররকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।