ব্রাজিলে পুলিশ সদর দপ্তরে হামলা

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন উগ্র-ডানপন্থি নেতা জইর বলসোনারো। বিজয়ী হয়েছেন বামপন্থি লুলা দা সিলভা। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে বসবেন সিলভা।

বলসোনারোর এমন পরাজয় মেনে নিতে পারছেন না তার সমর্থকরা। নির্বাচনের পর থেকেই দেশটিতে চলছে বিক্ষোভ। এবার রাজধানী ব্রাসিলিয়ার প্রাদেশিক পুলিশ সদর দপ্তর দখলে নেওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা।

হেডকোয়ার্টারে হামলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ বাঁধে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গ্রেনেড ছোড়ে পুলিশ। ঘটনাস্থলে বেশ কয়েকটি বাসে আগুন দেন বলসোনারোর সমর্থকরা।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) প্রেসিডেন্ট ভবনের সামনে ব্যানার হাতে জড়ো হন শত শত আন্দোলনকারী। জোস ত্রিনদেদ নামে এক আন্দোলনকারী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জইর বলসোনারোর জয় হয়েছে। তবে তারা চুরি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ মুহূর্তে দেশে শৃ্ঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।