বেগম জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকাল ৩টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মানিকুর রহমান মানিকের যৌথ পরিচালনায় মিছিল- সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল। আরো বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরান হোসেন হেলাল ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সাহেদ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের একজন বয়োজ্যেষ্ঠ সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। তাকে বিদেশে চিকিৎসা খুবই প্রয়োজন। কিন্তু আওয়ামী সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ষড়যন্ত্র করে চক্রান্তমূলক মামলা দিয়ে সাজা প্রদান করে। অবিলম্বে এসব চক্রান্তমূলক মামলা প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে বিদেশে উচ্চ চিকিৎসার ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায়- স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তীব্র আন্দোলন কর্মসূচী দিতে বাধ্য থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনসার আলী, দেওয়ান রেজা মজিদ, আহসান মাহবুব, সৈয়দ হোসেন সাবু, রুবেল বক্স, দুলাল আহমদ, রাসেল আহমদ খান, সৈয়দ সামির আল মামুন, ফয়েজ আহমদ খান বেলাল, জাবেদ আহমদ জীবন, আব্দুল আমিন, লিয়াকত আলী ইমন, কাওছার হোসেন রকি, সাদ্দাম হোসেন, ঝলক আচার্য্য, তানভীর আহমদ সজিব।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, রজব আহমদ, জাহাঙ্গীর মিয়া, সদস্য আব্দুল মোমিন, ছালেক আহমদ, ফারুক আহমদ, আলতাফ হোসেন টিটু, শেখ আব্দুল মনাফ, প্রভাষক মকসুদ আলম, জাহেদ আহমদ, মনিরুজ্জামান মনির, আশিকুর রহমান আশিক, এনামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ মো. শাকিব ইসলাম, খলিলুর রহমান খলিল, ওয়াহেদ খান, জাহিদ হাসান, মাসুম আহমদ, নাইম সরকার, যেহিন আহমদ, ইমাদ আহমদ, সায়েম আহমদ রনি, সাজ্জাদ হোসেন আরমান, ১নং ওয়ার্ডের আহ্বায়ক আনোয়ার আলী বাইন, সদস্য সচিব গুলশান হোসেন, ২নং ওয়ার্ডের আহ্বায়ক হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডের আহ্বায়ক তানিমুল ইসলাম, সদস্য সচিব সাব্বির আহমদ, ৫নং ওয়ার্ডের আহ্বায়ক সুলতান বক্স মনসুর, আহাদুর রহমান আহাদ, ইমন আহমদ, ৬নং ওয়ার্ডের সদস্য সচিব রবিন হোসেন, শিপন আহমদ, রাজিব আহমদ, খুরশেদ আহমদ, ৮নং ওয়ার্ডের আহ্বায়ক তাজ হোসেন তারেক, ১০নং ওয়ার্ডের আহ্বায়ক পারভেজ আহমদ, সদস্য সচিব মুক্তার আহমদ রাফি, রুহেল আহমদ, শিবলুজ্জামান, ১২নং ওয়ার্ডের সদস্য সচিব এরশাদ আহমদ, ১৩নং ওয়ার্ডের সদস্য সচিব জয়নাল আহমদ, ১৫নং ওয়ার্ডের সদস্য সচিব শাহিন আহমদ, ১৬নং ওয়ার্ডের আহ্বায়ক এমডি আলী মুন্না, ১৭নং ওয়ার্ডের আহ্বায়ক এম.এ হাসান সাগর, সদস্য সচিব মামুনুর রশিদ, ১৮নং ওয়ার্ডের সদস্য সচিব এড. শামীম আহমদ, ২২নং ওয়ার্ডের আহ্বায়ক ফয়ছল আহমদ, এসকে আলাল, সদস্য সচিব মারুফ আহমদ অনিক, ২৩নং ওয়ার্ডের আহ্বায়ক নামর আলী নাদিম, ২৪নং ওয়ার্ডের ইয়াসিন হোসেন জয়, সদস্য সচিব হাবিব হোসেন মুক্তার, ২৫নং ওয়ার্ডের মো. আলা উদ্দিন, ২৬নং ওয়ার্ডের সদস্য সচিব মেহেদী হাসান সুবেল, আজাদ আহমদ, ২৭নং ওয়ার্ডের সদস্য সচিব জীবান আহমদ বাদশা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, নুরেছ আলী, শাহীন আহমদ, সাব্বির খান, সজিব আহমদ, জাবেদ খান প্রমুখ।