বৃষ্টিতে ভিজে মুসল্লীদের সাথে ঈদের নামাজ পড়লেন সিসিক মেয়র

সিলেটে ভারি বৃষ্টিতে ভিজে মুসল্লীদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন সিসিক মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (১৭জুন) সকাল ৮টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। প্রতিকূল আবহাওয়ার কারনে জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিলো কম।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই জামাতে মুসল্লীরা দোয়া করেন। এরপর সিলেট সিটি করপোরেশনের মেয়র সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

এদিকে, ঈদের জামাত শেষ করে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সকালের নাস্তা করেন এবং কোরবানীর বর্জ্য অপসারণ কাজের সূচনা করেন তিনি।