বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের উদ্যোগে সিলেটে আজ বুধবার আজ থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ২৬তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা শুরু হচ্ছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বুধবার সকাল ১১টায় সিলেট রাইফেল ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।

জেলা প্রশাসক জানান, প্রতিযোগিতায় দেশের ৪২টি ক্লাব থেকে প্রায় ৩শ জন শ্যুটার অংশ নেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতাকে সামনে রেখে সিলেট রাইফেল ক্লাবের আধুনিকায়ন ও সংষ্কার সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিসেস্ট মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।