বিয়ানীবাজার পৌর নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ১০টি কেন্দ্রে একযোগে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারই প্রথম বিয়ানীবাজারবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোটাধিকার। একইসাথে প্রথমবারের মতো বিয়ানীবাজারের ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ভোট কেন্দ্রগুলোকে ঝুকিপূর্ণ ও অত্যাধিক ঝুকিপূর্ণ- এসব বিবেচনায় বিভিন্ন কেন্দ্রে এক বা একাধিক সিসি ক্যামেরা স্থাপন কাজ মঙ্গলবার সন্ধ্যার আগেই শেষ হয়েছে। এসব সিসি ক্যামেরার পুরো নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। এছাড়া ক্যামেরায় ভোটারদের উপস্থিতিও পর্যবেক্ষণ করা হবে।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সবকটি কেন্দ্রে ও বুথে সিসি ক্যামেরা লাগানো হলেও ভোট দেয়ার গোপন কক্ষ এই ক্যামেরার আওতামুক্ত থাকবে। এতে ভোটারদের গোপনীয়তা অক্ষুণ্ন থাকার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগে ইভিএম মেশিনও সমালোচনামুক্ত থাকবে।