বিশ্বনাথ মেডিএইডে অভিযান, বড় অঙ্কের জরিমানা

সিলেটের বিশ্বনাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে একটি ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট কার্যালয়ের টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, বিশ্বনাথ উপজেলাসদরের ‘মেডিএইড অ্যাডভান্সড মেডিকেল সেন্টারে’ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিলো। এছাড়াও ওষুধের মোড়ক ব্যবহার করছিলো না কর্তৃপক্ষ। অভিযানকালে এমন অপরাধের প্রমাণ পেয়ে এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়ছে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর এডিশনাল এসপি লুৎফুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।