আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
আজ মঙ্গলবার সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ১০জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন (আনারস), পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (টেলিফোন), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনামুল হক চৌধুরী (মটরসাইকেল), পৌর আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রোসন চেরাগ আলী (ঘোড়া), যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শামসাদুর রহমান রাহিন (শালিক), জেলা বিএনপির বহিষ্কৃত নেতা সোহেল আহমদ চৌধুরী (কাপ-পিরিচ), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান (কইমাছ), উপজেলা বিএনপির নেতা মোঃ সেবুল মিয়া (দোয়াত কলম), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক মিয়া (উট)।
ভাইস চেয়ারম্যান পথে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজ মিয়া (টিউবওয়েল), ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু (টিয়া), পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার খান (তালা), খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার ও বিশ্বনাথ উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সদস্য ইসলাম উদ্দিন (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির মহিলা নেত্রী বেগম স্বপ্না শাহীন (প্রজাপতি), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম (ফুটবল)।
সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে প্রথম দফায় অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে সর্বমোট ২০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন, তাদের মধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে গতবারের বিজয়ী জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সদস্য এসএম নুনু মিয়া কিংবা জাতীয়পাটি থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেননি। আর চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর মধ্যে ৭ জনই প্রবাসী।
বিশ্বনাথ উপজেলায় ১ লক্ষ ৮৮ হাজার ৩৭ জন পুরুষ ভোটার এবং ৯৭ হাজার ৩১ জন নারী ভোটার মোট ৭৪টি ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।