বিশ্বনাথে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামধানা গ্রামে হাজী আব্দুল গণি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়।

রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মনির মিয়া ও তার সহধর্মীনি রেনু বেগমের অর্থায়নে এই মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৯ লাখ টাকা।

মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে এলাকার ৩০০ অসহায় শীতার্তের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী মনির মিয়া। বক্তব্যে তিনি বলেন, ২০২১ সাল থেকে এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’ নামের সংগঠনটি। এটির মাধ্যমে শত শত অসহায় মানুষদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করে দেওয়া হয়েছে।

রামধানা গ্রামের প্রবীণ ব্যক্তি আলফু মিয়ার সভাপতিত্বে ও সংগঠক এ কে এম তুহামের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম, প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বারী সুনু মিয়া, মখলিছ মিয়া, আলকাছ মিয়া, ব্যবসায়ী শামসু মিয়া লালা, হোসাইন আহমদ, আবুল লেইছ ও আলা উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ, এমরান আহমদ, শফিকুল ইসলাম, কাওসার আহমদ, ‘হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র সদস্য মোস্তাক আহমদ রিজন, প্রবীণ ব্যক্তিত্ব আফরোজ আলী, সংগঠক আব্দুর রশিদ, সুমন আহমদ, আব্দুল কাইয়ুম ও মঞ্জুর মিয়া।