সিলেটের বিশ্বনাথের দৈনিক আজকালের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ নূরুল ইসলামের মা ইন্তেলাল করেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামে নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।