বিশ্বনাথে মুনতাসির আলীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী বলেন, সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহ পরিস্থিতি সবাই দেখছে। কিন্তু সে অনুযায়ী সহায়তা করা হচ্ছে না। মহান আল্লাহতায়ালা আমাদের বিপদ-মুসিবত দিয়ে পরীক্ষা করেন। সিলেটের পরিস্থিতিও আল্লাহতায়ালার পক্ষ থেকে একটি পরীক্ষা। এ পরীক্ষায় ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। মহান আল্লাহতায়ালাই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং আল্লাহতায়ালার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। দুর্যোগ-সংকটে সামর্থ্য অনুযায়ী দেশবাসীর পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৭ জুন) সিলেটের বিশ্বনাথ উপজেলায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরানগাঁও গ্রামের ৭৫ জন ও দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের ৫০ জনসহ আশপাশের এলাকার পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিশ বিশ্বনাথ পৌরসভা শাখার সভাপতি সায়েক আহমদ সায়েকের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি মাওলানা মহসিন আলী, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলীসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে স্থানীয় বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপণ্য বিতরণ করা হয়।