আগামী ৮ মে অনুষ্ঠিতব্য বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান সুইট।
সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তার ‘মাইক’ প্রতীকে ভোট দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি।
মুহিবুর রহমান সুইট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত।
মুহিবুর রহমান সুইট বলেন, ‘এবারই প্রথম তরুণদের মধ্য থেকে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ছাত্র রাজনীতি করার সময় আমি আওয়ামী লীগের গঠনতন্ত্রের ন্যায় নীতি, সততা, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা ও জেলা আওয়ামী লীগের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি এবং দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছি।‘
তিনি বলেন, ‘আমি মনে করি, নির্বাচিত হলে আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো।‘
নির্বাচনে দেশ ও বিদেশের সবার সহযোগিতা চেয়ে মুহিবুর রহমান সুইট বলেন, ‘ভোটারদের আহ্বান জানাই আগামী ৮ মে নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে সমর্থন দিয়ে সবার পাশে থাকার ও সেবা করার সুযোগ দেবেন। আগামী দিনে জনগণের পাশে থেকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব এটাই আমার লক্ষ্য।‘
সংবাদ সম্মেলনে বিশ্বনাথ উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, সহসভাপতি মারফত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে তার পিতা আলহাজ্ব নুরুল ইসলামও ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।