সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রামের দিনমজুর আব্দুশ শহীদের অসুস্থ মা বাহারুন নেছার (৬০) পাশে দাঁড়িয়েছেন হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি আব্দুল জলিল আজির মিয়া। তিনি অসহায় দিনমজুর আব্দুশ শহীদের মা অসুস্থ বাহারুন নেছার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৬দিন চিকিৎসা নেওয়ার পর ওইদিন (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি ফিরেছেন বাহারুন নেছা। তিনি ওই হাসপাতালের গাইনী বিভাগের ৩য় তলার ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার কিডনীতে টিউমার অপারেশন করা হয়েছে। দীর্ঘদিন থেকে তিনি কিডনী রোগ, কিডনীতে পাথর, তলপেটে টিউমারসহ আরও নানা জটিল রোগে ভোগছেন। তার পুরোপুরি চিকিৎসা করাতে বিশাল টাকার প্রয়োজন।
বৃহস্পতিবার মদরিছ আলী ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অসুস্থ ষাটোর্ধ বাহারুন নেছা। তিনি তার চিকিৎসা সহায়তার জন্য দেশ-বিদেশের দানশীল ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানিয়েছেন। তাকে এই ০১৭৩২-৩১৪১৪০ বিকাশ নাম্বারে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য অনুরোধও করেছেন।
বাহারুন নেছাকে মদরিছ আলী ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, নির্বাহী সদস্য বদরুল ইসলাম মহসিন, দিনমজুর আব্দুশ শহীদ, তার স্ত্রী সুলতানা বেগম ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের ছাত্র আব্দুল্লাহ।