বিশ্বনাথে পল্লীবিদ্যুতের সার্বিক অবস্থা জানালেন ডিজিএম

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুতের জাতীয় সমস্যাজনিত কারণে উপজেলা প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে বলে সাংবাদিকদেরকে এমন তথ্য দেন পল্লী বিদ্যুতের বিশ্বনাথ জোনাল অফিস ডিজিএম মো. ছাইফুল হক। তবে গত মঙ্গলবার লোডশেডিং মর্মে উপজেলায় একটি সিডিউল মেন্যু গ্রহণ করে বিশ্বনাথ জোনাল অফিস।
সিডিউল অনুযায়ী গ্রাহকদের সেবা প্রদান করা যাচ্ছে না বিধায় মতবিনিময়কালে লোডশেডিংয়ের বর্তমান সিডিউল আরো মোটিফাইড করে গ্রাহকদেরকে সেবা দেওয়া যায় সেভাবে সিডিউল মেন্যু তৈরী করতে জিজিএম’র কাছে প্রস্তাব তুলেন সাংবাদিকবৃন্দ।

যতটুকু বিদ্যুৎ বরাদ্দ রয়েছে তাই দিয়ে সিডিউল মোতাবেক বিদ্যুৎ সরবাহ দেওয়া হচ্ছে। তবে এই সিডিউলকে আরো আপডেড করে গ্রাহকসেবার মান বাড়ানোর কথা সভায় ডিজিএম ছাইফুল ইসলাম অবহিত করেন।