সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হলেন জালাল উদ্দিন। জেলা বিএনপির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রতীকও বরাদ্দ পেয়েছেন পদত্যাগকারী এই প্রার্থী। ইতোমধ্যে তিনি হ্যাঙ্গার প্রতীক নিয়ে মাঠে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন।
জালাল উদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত তারা জালাল উদ্দিনের অপেক্ষা করেছেন। কিন্তু তিনি তার মনোনয়ন প্রত্যাহার না করায় জেলা বিএনপির পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে পদত্যাগকারী বিএনপির এই নেতার এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন দলের ভেতর ও বাইরের অনেকেই। জালাল উদ্দিন একজন স্বার্থান্বেষী বলেও চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেক বিএনপি নেতাকর্মী তাদের ফেসবুক পেজে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াসও তার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।
পদত্যাগ করে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন জালাল উদ্দিন।