বিশ্বনাথে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন

সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের শুভ সুচনা হয়।

পরে সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। এসময় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় পরিষদ হলরুমে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হয়।

সকাল থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, উপজেলা ও পৌর ছাত্রদল, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরোটরি স্কুল, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, পিএফজি বিশ্বনাথসহ উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।