সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, শ্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৯ মে) বিকালে ইউনিয়নের উত্তরঘর ওয়েলফেয়ার ট্রাস্ট (চক) সহযোগীতায় গণপর্যায়ে বৃক্ষরোপণ কমর্সূচিতে পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।
সংগঠক একেএম তুহামের পরিচালনায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মুহিত চৌধুরী, বিশ্বনাথ উত্তরঘর ওয়েলফেয়ার ট্রাস্ট (চক) ট্রাস্টি মিলান মিয়া, দশঘর ফ্রেন্ড সোসাইটির সভাপতি নোবেল রায়, দশঘর ব্লাড সোসাইটির সভাপতি শাহান শাহ, সাথী যুব কল্যাণ সংগঠনের সভাপতি মিছবাহ খান, প্রাণের সন্ধানে রক্তদান সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওসমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফারুক আহমদ, তাজুল ইসলাম, জুবেল মিয়া, পাবেল আহমদ, সচিত সাবুল হোসেন, হিসাব সহকারী প্রাণেশ, উত্তরঘর ওয়েলফেয়ার ট্রাস্ট (চক) ট্রাস্টি মাহতাব মিয়া, জাকারিয়া আহমদ, গোলাম সাহরিয়ার। পরে বৃক্ষপ্রেমীদের মাঝে ফলজ ও বনজ গাছ ২ হাজার লোকের মাঝে বিতরণ করা হয়।