সিলেটের বিশ্বনাথ উপজেলার মৌলভীরগাঁও গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত অস্ত্রবাজদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, সাজানো মিথ্যা মামলা হতে অব্যাহতি ও বাদীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন ও গ্রামবাসীর জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেল করেছেন মৌলভীগাঁও গ্রামের মহবুব মিয়ার ভাতিজা স্কুল পড়ুয়া শিক্ষার্থী আরিফ হাসান।
সংবাদ সম্মেলনে লিখিতি বক্তব্যে তিনি বলেন, ১০/১১ মাস পূর্বে তার চাচা লন্ডন প্রবাসী মহবুব মিয়া ও লেবু মিয়া প্রায় ২০ লাখ টাকা ব্যায় করে তাদের নিজস্ব ভূমিতে একটি গেট নির্মান করেন। কিন্তু শত্রুতাবসত গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সাইকুল ইসলাম ও তার সহযোগীরা সিলেট শহর থেকে প্রায় দুই আড়াই’শ সন্ত্রাসী ভাড়া এনে ফিল্মি স্টাইলে মুর্হুমুহু গুলি চালিয়ে আতংক সৃষ্টি করে ওই গেটটি ভাঙা শুরু করে। গুলির শব্দে গ্রামের লোকজন এগিয়ে আসলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এসময় তারা বিশ্বনাথ থানা পুলিশকে বার বার ফোন করে ব্যর্থ হলে পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর অস্ত্র হাতে থাকা আসামিদের গ্রেপ্তারের জন্য বলা হলেও অস্ত্রধারী আসামিদের গ্রেপ্তারের করা হয়নি। ফলে এঘটনার জন্য সম্পুর্ন রূপে পুলিশকে দায়ি করা হয়েছে। এছাড়াও গেট ভাঙার ঘটনায় প্রবাসী মহবুবু মিয়ার পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিশ্বনাথ থানায় সিআর মামলা নং-৪৫/২০২৩ইং। কিন্তু তাদের এই মামলায় আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রতিদিন সন্ধ্যায় আসামিরা গুলি চালিয়ে গ্রামে আতংক সৃষ্টি করে আসছে। এছাড়াও উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে গেট ভাঙন ও খুনের হুমকি দেয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের উর্ধতম কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত মফিজ আলীর ছেলে লন্ডন প্রবাসী মহবুব মিয়া ও নুরুল ইসলামের ছেলে সাইকুল ইসলামের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এতে উভয় পক্ষের মধ্যে চলছে মামলা মোকদ্দমা। একাধিকবার পুলিশ প্রশাসনসহ বৈঠক করেও কোন সুরাহা হয়নি। ফলে সাইকুল ইসলাম’সহ তার পক্ষের লোকজন লন্ডন প্রবাসী মহবুব মিয়ার নিজস্ব ভূমিতে নির্মানাধীন গেট ভাঙার জন্য বার বার অপচেষ্টা চালাচ্ছেন।
সিলেট ভয়েস/এএইচএম