বিশ্বনাথে আমজদ উল্লাহ কলেজের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এডহক কমিটির সভাপতি মো. ময়নূল হক ও বিদ্যোৎসাহী সদস্য মোনায়েম খানের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীরা।
বেতন বৈষম্য নিরসনের দাবিতে ৮ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকরা। উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদের স্বেচ্ছাচারিতা, অনিয়মের প্রতিবাদ ও শিক্ষকদের নায্য পাওনা বেতন আদায়ের দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।
এডহক কমিটির যে আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি স্হগিত করা হয়েছে। এর মধ্যে দাবি-দাওয়া না মানা হলে পরবর্তী কর্মসূচিতে যাবেন বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।