এবারের বিশ্বকাপে ভারতের একটিমাত্র হার। আর সেই পরাজয়টা ভারতকে বরণ করতে হলো ফাইনালে! পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলতে থাকা ভারতকে এদিন মাটিতেই টেনে নামাল প্যাট কামিন্সের দল। দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে এদিন অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। বিশ্বকাপে এটি তাদের ৬ষ্ঠ শিরোপা।
আর ফাইনালে এমন পরাজয়ের পর অধিনায়ক রোহিত দুষছেন দলের ব্যাটারদের। আহমেদাবাদের পিচে আরও ২০ থেকে ৩০ রানের আক্ষেপ রয়ে গিয়েছে তার, ‘ফলাফল আমাদের পক্ষে আসেনি। আমরা আজ যথেষ্ট ভাল খেলতে পারিনি। আমরা সব চেষ্টা করেছি কিন্তু এটা হওয়ার কথা ছিল না। যদি ২০-৩০ রান বেশি হত ভাল হত। রাহুল এবং কোহলি একটি ভাল জুটি করছিল।
আরও পড়ুন > বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হলেন বিরাট কোহলি
তবে এদিন দুর্দান্ত খেলেছেন দুই অজি ব্যাটার ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন। তাদের কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি ভারতের অধিনায়ক, ‘আমরা ২৭০-২৮০ রানের দিকে তাকিয়ে ছিলাম কিন্তু আমরা উইকেট হারিয়ে ফেলি। যখন বোর্ডে ২৪০ থাকে, তখন উইকেট নেওয়ার প্রয়োজন থাকে। হেড এবং লাবুশেনকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের সম্পূর্ণরূপে খেলা থেকে ছিটকে দিয়েছে।’
আরও পড়ুন > বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড
রাতে ব্যাট করতে না পারার কষ্টটাও শোনা গেল রোহিতের কণ্ঠে। তবে একে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ ভারতীয় অধিনায়ক, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আমি মনে করি রাতে ব্যাট করার জন্য উইকেট কিছুটা ভালো হয়েছিল। তবে এটি অজুহাত হিসাবে দিতে চাই না। আমরা যথেষ্ট রান করিনি। সিমারদের সামনে রেখে, আমরা সেই ৩টি উইকেট নিয়েছিলাম।’