টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচ নিয়ে চমক সৃষ্টি করলো নেদারল্যান্ডস। কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনকে। নেওয়া হয়েছে অজি অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানকেও।
মূলত কেপটাউনের কারস্টেন একাডেমিতে গত সেপ্টেম্বর ট্রেনিং ক্যাম্প করেছে নেদারল্যান্ডস। এই ক্যাম্প করাতে অবদান ছিল দলটির কোচ রায়ান কুকের। তিনি আবার কারস্টেন একাডেমিতে বেশ কয়েক বছর কাজও করেছেন। সেই সুবাদে তাদের সঙ্গে কাজ করা গ্যারি কারস্টেনের। আর অ্যাডিলেডে নতুন করে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ান। রায়ান কুক আবার বাংলাদেশের ফিল্ডিং কোচেরও দায়িত্ব পালন করেছেন।
সংক্ষিপ্ততম ফরম্যাটে আগের তিন আসরে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকান লিজেন্ড কারস্টেন। ২০০৯ ও ২০১০ সালে ভারতের ২০১২ সালে কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার। কিন্তু সংক্ষিপ্ততম ফরম্যাটে তার অধীনে সেভাবে সাফল্য পায়নি কেউই। সর্বোচ্চ সাফল্য বলতে সেমিফাইনাল। তবে এবারের আইপিএলে শিরোপা জেতা গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এবার অবশ্য ডাচদের হয়ে দায়িত্ব পালন করবেন পরামর্শকের।
কারস্টেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘ডাচ দলের সঙ্গে কেপ টাউনে কাজ করে উপভোগ করেছি। এখন পরামর্শক হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। ক্যাম্পে ওদের যে মাত্রার দক্ষতা ও পেশাদারিত্ব দেখেছি, তাতে সত্যিই মুগ্ধ। তারা আসন্ন বিশ্বকাপে প্রভাব রাখতে প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞ।’