বিশ্বকাপের মাঝপথে হঠাৎ দেশে ফিরলেন সাকিব

বিশ্বকাপের মাঝপথেই হঠাৎ দেশে ফিরে এসেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় আসেন তিনি। দুপুরে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইনডোরে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার এই অলরাউন্ডার।

জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা। অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। এবারও সম্ভবত নিজেকে ফিরে পাওয়ার মিশনে ঢাকায় পা রেখেছেন সাকিব।

ব্যাটে বলে এবারের বিশ্বকাপে সাকিবের পারফর্ম্যান্স একেবারেই ম্লান। ইনজুরির কারণে এক ম্যাচ না খেলতে পারেন নি সাকিব। বাকি ৪ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৫৬। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দিতে কলকাতায় যাবেন সাকিব। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।