বিয়েতে আপত্তি করায় জগন্নাথপুরে প্রেমিকার আত্মহত্যা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রেমিক বিয়েতে আপত্তি করায় বিষপানে জেসমিন বেগম (২৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জেসমিন বেগম ওই গ্রামের জমির মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুস ওয়ারিছের (৪০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল জেসমিনের সঙ্গে। প্রেমিক আব্দুস ওয়ারিছ গত মঙ্গলবার ভোরে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে স্বজনদের কাছে ধরা পড়েন। এ বিষয়টি স্থানীয়রা শালিসে দেখার প্রস্তাব দেন। এদিকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে ছেলেকে বিয়ের কথা বললে ছেলে বিয়ে করতে রাজি হননি। এর জেরে বৃহস্পতিবার সকালে জেসমিন বেগম ঘরে থাকা কীটনাশক পান করলে তাকে উপজেলার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর থেকে আব্দুস ওয়ারিছ পলাতক রয়েছেন।

জেসমিনের ভাই শাহিনুর বলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ফজলু মিয়া বলেন, আব্দুস ওয়ারিছ বিবাহিত হওয়ায় মেয়ের মা বিয়ে দিতে রাজি হননি। আমাদের ধারণা, ওই তরুণী আবেগে আত্মহত্যা করেছে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।