বিয়ানীবাজার মোল্লাপুর ইউনিয়ন বিএনপির জনসভা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্রকারী বসে নেই। তারা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অন্তর্বর্তী সরকারকে মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আয়োজন করা উচিত। কারণ নির্বাচিত সরকার ছাড়া টেকসই ও স্থায়ী সংস্কার সম্ভব নয়। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় বিলম্ব হলে ফের ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারে। ছাত্র জনতার বিজয়কে স্থায়ী রুপ দিতে বিএনপি অঙ্গিকারাবদ্ধ। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তৃনমূল বিএনপি এগিয়ে আসতে প্রস্তুত।

তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার ৯নং মোল্লাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনায় স্থানীয় কালিবাড়ী বাজারে অনুষ্ঠিত জনসভায় বিয়ানীবাজার উপজেলা, মোল্লাপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা সহ-সভাপতি হাজী এমএ মান্নান (চেয়ারম্যান), উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (চেয়ারম্যান), উপজেলা সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা সহ-সাধারণ সম্পাদক বাবর আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম. এ হাসনাত জামিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী (ইমন), জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীর, উপজেলা ছাত্রদলের সদস্য মাজেদ আহমদ চৌধুরী, ১১নং লাউতা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ ও মোল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তুহিন আহমদ প্রমূখ।

জনসভায় ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।