বিয়ানীবাজারে ১৮০ কেজি ভারতীয় চিনিসহ দু’জন আটক

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর এর নির্দেশনায় এসআই মোফাখ্খারুল ইসলাম ও এএসআই সাইদুল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় চারখাই এলাকার নোয়াখানী এলাকাস্থ সেবা ক্লিনিকের সামনে জকিগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের উপর থেকে একটি সিএনজি অটোরিক্শায় বহন করা ১৮০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কানাইঘাটের রামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও জকিগঞ্জের শরিফাবাদ গ্রামের মুনিম আহমদ চৌধুরীর ছেলে মনির আহমদ চৌধুরী রাজন (১৯)।

আটককৃতদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানির অভিযোগে বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে বলে জানান ওসি দেব দুলাল ধর।