বিয়ানীবাজারে প্রবাসী ছাত্রদল নেতার বসতঘরে দুর্বিত্তদের হামলা, ভাংচুর ও নগদ অর্থ লুট

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মোঃ  জায়েদুর রহমানের বাড়ীতে দুর্বিত্তরা হামলা, ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করার ঘটনা ঘটেছে। ছাত্রনেতা মোঃ জায়েদুর রহমান বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের মোঃ ফয়ছু মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্বিত্তরা গত ২ এপ্রিল (শনিবার) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে মোঃ জায়েদুর রহমানকে ডাকতে থাকে। তাদের ডাকে তার মা বের হয়ে এসে বলেন যে, তার ছেলে দেশে নাই যুক্তরাজ্যে চলে গেছে। এই কথা তাদের বিশ্বাস হয়নি মর্মে তারা ঘরের ভিতরে ঢুকে তল্লাসী করবে বলে। ঘরে ঢুকার পরপরই অকথ্য ভাষায় গালিগালাজ হামলা ও ভাংচুর শুরু করে। ঘরের বৈদ্যুতিক বাল্ব, আসবাবপত্রসহ জরুরী সকল জিনিসপত্র ভাংচুর করে।

সিলেট ভয়েস’র সাথে আলাপকালে মোঃ জায়েদুর রহমানের মা বলেন, দুর্বিত্তরা আমার ছেলেকে খুঁজতে থাকে ঘরের ভিতরে ঢুকে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের ভেতরের সকল জরুরী জিনিসপত্র তছনছ করে ভাংচুর করে এবং যাওয়ার সময় আমাদের আলমারীর তালা ভেঙে কিছু নগদ অর্থও লুট করে নিয়ে যায়।

মোঃ জায়েদুর রহমানে মা আরও বলেন, যাওয়ার সময় আমাকে শাসিয়ে যায় যে, আমার ছেলে দেশে আসলে তাকে যেখানে দেখবে সেখানেই খুন করবে তারা। তাদের এহেন সৃষ্ট উচ্ছৃঙ্খল পরিস্থিতির কারণে আমার উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে আমি অসুস্থ হয়ে অজ্ঞাত হয়ে পড়ি। তৎক্ষনাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে আমার জ্ঞান ফিরে। দুর্বিত্তরা সরকার দলীয় লোক হওয়ায় আমরা কারো কাছে অভিযোগ দিতে সাহস পাচ্ছি না।