বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে তিন ধাপে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সংগঠন দুটি ছাড়াও এসব শীতবস্ত্র বিতরণে সিলেট জেলা পরিষদ ও শিল্পপতি সিআইপি আব্দুল করিম নাজিম সার্বিকভাবে সহযোগিতা করেন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপনের সঞ্চালনায় এবং বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, মৎস কর্মকর্তা হাসিবুল হাসান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ ও সহ সভাপতি আতাউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের মহতী উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন- যা সত্যি প্রশংসার দাবিদার। সাংবাদিকরা আগামীতেও এ ধরনের মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এহসান খোকন, সদস্য জয়নুল ইসলাম, মহসিন রনি, কাজি ফাইম আহমদ, মোক্কবির আহমেদ ও আখতার হোসেন প্রমুখ।