বিভক্তি ভুলে এক হলো গোলাপগঞ্জ ছাত্রলীগ

সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘদিন পর ভিন্ন গ্রুপে বিভক্ত না হয়ে এক সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মান্না আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন, সাধারণ সম্পাদক তানিম রহমান ছানি, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদী আহমদ ছানি ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল হক তুষারের নেতৃত্বে নেতাকর্মীরা এক সাথে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন উপজেলা পরিষদ প্রাঙ্গণ। তাদের সাথে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীদেরও দেখা যায়।

উল্লেখ্য, দেড় যুগ পর গত সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার ছাত্রলীগের তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করেন।