অর্থের বিনিময়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর আপত্তিকর ছবি নেওয়া বিবিসির সেই কর্মীর নাম জানা গেল! অভিযুক্ত ওই উপস্থাপকের নাম হু এডওয়ার্ডস। তার স্ত্রীই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তবে নিজের স্বামীর পক্ষে সাফাই গেয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে হু ‘মানসিক সমস্যা’ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হবেন তখন ব্যক্তিগতভাবে ‘অভিযোগের’ জবাব দেবেন।
হু এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড বলেছেন, ‘বিবিসির উপস্থাপক নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে-আমি আমার স্বামী হু এডওয়ার্ডসের পক্ষ থেকে এ বিবৃতিটি দিচ্ছি। গত পাঁচদিন আমাদের পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। আমি বিবৃতিটি দিচ্ছি তার মানসিক স্বাস্থ্য ও আমাদের সন্তানদের সুরক্ষার বিষয়টি চিন্তা করে।’
তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘হু গুরুতর মানসিক সমস্যায় ভুগছে। এটির প্রমাণ আছে। অত্যাধিক মানসিক অবসাদের জন্য কয়েক বছর ধরে সে চিকিৎসা নিচ্ছে।’
‘গত কয়েকদিনের ঘটনা তার মানসিক অবসাদ আরও বাড়িয়ে দিয়েছে এবং নতুন করে এতে ভুগছে। সে এখন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছে; আরও কয়েকদিন এখানে থাকতে হতে পারে।’
এদিকে এই বিবৃতি প্রকাশের আগে দেশটির মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের গোয়েন্দারা এ ঘটনা সম্পর্কে তদন্ত করে জানতে পেরেছেন, এতে অপরাধ সংঘটিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই সম্মতির মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করা যায়। তবে অর্থের প্রলোভনের মাধ্যমে কোনো কিছু করা অবৈধ ও বেআইনি।
সিলেট ভয়েস/এএইচএম