বিবাহ ও তালাক নিবন্ধন তথা রেজিস্ট্রার অনলাইনে করার দাবি জানিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালাবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের আয়োজনে ‘দাসত্ব ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই’ শীর্ষক আলোচনা সভায় তারা এই দাবি জানান।
আলোচনা সভায় নিকাহ রেজিস্ট্রাররা বলেন, প্রয়োজনীয় সরকারী কাগজপত্র অনলাইন পদ্ধতি করা হলেও বিবাহ ও তালাক রেজিস্ট্রারের মত গুরুত্বপূর্ণ বিষয়টি এখনো অনলাইনে করা হয়নি। যার ফলে দেশ-বিদেশে নানা সমস্যায় ভোগতে হয় বর-কনেকে। এছাড়া বিয়ে রেজিস্ট্রারের সময় বর ও কনের আর কোন বিয়ে আছে কি না-তা যাচাই করা কোন অবস্থায় সম্ভব হয় না।
সভায় বক্তারা আরও বলেন, অনেক সময় জাল কাগজ দিয়েও বিয়ে রেজিস্ট্রার করার চেষ্টা করা হয়। এতে নিকাহ রেজিস্ট্রারের কোনো হাত না থাকলেও তার উপর দায়ভার এসে পড়ে। অনলাইনে বিবাহ রেজিস্ট্রার করা হলে এসব সমস্যা থেকে মিলবে মুক্তি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. ইউনুছ আলী, কর্মসূচী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, কাজী মাওলানা আব্দুল বাছিত, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, কাজী মনজুর আহমদ, কাজী সিরাজুল হক, কাজী ইসমাইল আলী, কাজী আব্দুল মোমিন, কাজী আব্দুল মালিক ও নুর উদ্দিন প্রমূখ।