বিবাহবহির্ভূত সম্পর্ক, সৌদিতে থাকতে পারবেন রোনালদো?

সৌদি ফুটবল ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে দেশটিতে বসবাস শুরু করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েক দিন আগে চড়া বেতনে আড়াই বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ৩৭ বছর বয়সি এ ফুটবল তারকা।

বান্ধবী জর্জিনার সঙ্গে তার সম্পর্ক পুরনো। তাদের বিবাহবহির্ভূত সম্পর্কও বহুদিনের। পাঁচ সন্তানও রয়েছে রোনালদো-জর্জিনা দম্পতির। তবে বান্ধবীর সঙ্গে সৌদি আরবে একসঙ্গে অবস্থান করতে পারবেন কি না— এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর মার্কার।

সৌদি আরবের আইন অনুযায়ী, বিয়ে ব্যতীত কোনো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একসঙ্গে থাকা দণ্ডনীয় অপরাধ। তবে এবার এই অপরাধ করেও পার পেয়ে যাবেন রোনালদো?

এ বিষয়ে আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা বলছেন, বান্ধবীকে নিয়ে একসঙ্গে থাকা অপরাধ হলেও এ নিয়ে সৌদি প্রশাসন নীরবতা পালন করবে। রোনালদোকে কোনো ধরনের জবাবদিহির আওতায় পড়তে হবে না।

জর্জিনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে গত নভেম্বরে টকটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু ভাবেননি তিনি। তবে পরে বিয়ে করার ইচ্ছা আছে।