বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হঠিয়েছে ছাত্র-জনতা: ইলিয়াস পত্নী লুনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতা একটি বিপ্লবের মাধ্যমে ফ্যাস্টিস্ট সরকার হঠিয়েছে। ২০১২ সালে ইলয়াস আলী গুম হন। কিন্তু দু:খের বিষয় এখন পর্যন্ত ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছিলেন কেউ ফিরে আসেননি। আমরা আশা করছি অন্তবর্তীকালীন সরকার আমাদের দাবি মানবেন।  যারা গুম হয়েছেনে তাদের অবশ্যই ফিরিয়ে আনবেন।‘

শনিবার (১৬ নভেম্বর)বিকেল ৩ টার দিকে উপজেলার তাজপুরে একটি কমিউনিটি সেন্টারে  বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সংবর্ধিত অতিথি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘৫ আগস্টের এ বিজয় এক দিনে হয়নি। এ আন্দোলনে তারেক রহমান পনের বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। এই শয়তান জুলুমবাজ হাসিনাকে হঠাতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে করেন। ভারত থেকে খুতবা বলে দেয়া হবে আর এটা বাংলাদেশের মুসলমানের মসজিদে পড়ে শোনা হবে তা কখনো হতে পারে না। বিএনপির ৩১ টি দাবীর মধ্যে ১৬ নং দফা হচ্ছে প্রত্যেক নাগরিক তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। কারণ রাস্ট্র সকলের।‘

তিনি বলেন, জুলুমবাজ সরকারের বিরুদ্ধে তারেক রহমান ঐক্যবদ্ধের ডাক দিয়েছিলেন। এখানে একক কোন গোষ্টীর বিজয় নয়। এ বিজয় সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টর প্রতিফলন। আওয়ামীলীগ কি পরিমান দুর্নীতি করেছে তা বাংলাদেশের যে কোন জায়গায় থাকালে বুঝতে পারবেন। মাদরাসায় কি পড়ানো হবে তা আওয়ামীলীগের কাছ থেকে অনুমতি নেয়া লাগে।’

হুমায়ুন কবির আরও বলেন- ‘গত পনের বছর কোন উন্নয়ণ হয়নি। এ এলাকায় ওসমানীনগর বিশ্বনাথে পনের বছর আগে এলাকার সাবেক কিংবদন্তি ছাত্র নেতা ও এমপি এম ইলিয়াস আলীর আমলে বিএনপির আমলে উন্নয়ন হয়েছে। এরপর আর কোন উন্নয়ন হয়নি। শুধু দুর্নীতি আর লুটপাট হয়েছে। আমি এমপি মন্ত্রী হওয়া লাগবে না। এক তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। দেশ নায়েক তারেক রহমান জাতীয় ঐক্যবদ্ধের সরকার স্থাপন করবেন। ভারতের দাবেদারী না করার জন্য এ দেশের মানুষ হাসিনাকে বিদায় করেছে। এদেশের মানুষ কারো গোলাম হয়ে থাকতে চায় না।‘

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এইচটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রুপ আব্দুল, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমদ প্রমুখ।