বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ডাক পেলেন ফেঞ্চুগঞ্জের তুষার

আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। মূল আসরকে সামনে রেখে বুধবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে নিজেদের চাহিদা অনুযায়ী দল গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স’র হয়ে খেলবেন সিলেটের তৌফিক খান তুষার। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাজনপুর গ্রামের মরহুম মাহমুব খানের ছেলে।

বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে জায়গা করে নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুষারকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। তুষার এবারের আসরে ভালো খেলবে এই প্রত্যাশা এলাকাবাসীর।

একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :

সরাসরি চুক্তি – আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার ও আশান প্রিয়ঞ্জন।

ড্রাফট – মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড, উম্মুক্ত চাঁদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা ও তৌফিক খান তুষার।