সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ সরবরাহকারী দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে শনিবার (১৮ জুন) রাত থেকে থেকে পুরো ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মাইজগাঁও গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, পুরো ফেঞ্চুগঞ্জের বিদ্যুৎ সরবরাহ করা হয় মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে। এই গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে (কন্ট্রোলরুমের বাইরের অংশ) বন্যার পানি প্রবেশ করায় বিদ্যুৎ উপকেন্দ্রটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে পুরো ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। গতকাল শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মুতাসিম বিল্লা জানান, মাইজগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্যার পানি প্রবেশ করায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পানি নামানো গেলে আবারও বিদ্যুৎ সরবরাহ করা হবে।