বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনডিএফের মিছিল সমাবেশ

বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫ শতাংশ বাড়ানোয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন.ডি.এফ) সিলেট জেলা শাখার মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর নেতা খোকন আহমেদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি উসমান গনি, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন রাজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার অন্যতম নেতা ইমান আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- গড়ে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোয় খুচরা গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়াবে ৭ টাকা ৪৮ পয়সা। এতে জনজীবনে নাভিশ্বাস অবস্থা সৃষ্টির আশঙ্কা থাকছে। জিনিসপত্রের অব্যাহত মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের জীবনমান ক্রমাগতভাবে কমছে। আর মধ্যে বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি জনজীবনের খরচ আরো ব্যাপকভাবে বৃদ্ধি করবে। এতে গরিব মেহেনতী মানুষের অভাব-অনটন আরো বৃদ্ধি পেয়ে অধাহারে-অনাহারে দিনযাপন করতে হবে।

সমাবেশ থেকে বিদ্যুতের দাম কমানোসহ জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে শ্রমিক-কৃষক-ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান।