বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী : বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার লক্ষ্যে শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আম্বরখানা অঞ্চলের কর্মীসভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইউসুফ আলীর সভাপতিত্বে ও জাহেদ আহমদের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নুরুল ইসলাম, সাগর আহমদ, ছাত্র ফ্রন্টের মেহেদি হাছান, নুর মিয়া, মাহাদি হাছান, শাহিন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দেশে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়বে। এমনিতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশোহারা। বক্তারা, বিদ্যুতের মূল্যবুদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮জানুয়ারি ২য় সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।