কানাইঘাটে ১৬ই ডিসেম্বর মহান বিজয় ডীবোশ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
এসময় কানাইঘাটে মহান বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া জাতীয় পতাকার সঠিক ব্যবহার করে উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের সকল অনুষ্ঠান স্বতঃস্ফুর্তভাবে পালনের লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়।
বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, সূধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিব আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তন্ময় বর্ধন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আনোয়ারুল হক, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, সদর ইউপি চেয়ারম্যান প্রভাসক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আখতার হোসেন প্রমুখ।