বিজয় দিবসে সিলেট মোটরসাইকেল মার্চেন্ট এসোসিয়েশনের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মোটর সাইকেল মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয়ের দিন সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মোটর সাইকেল মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুরের সভাপতি ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. নুরুল হক, সহ-সভাপতি আব্দুল্লাহ জিয়া, সহ-সভাপতি মো. বদরুল হক, অর্থ সম্পাদক কামরুল হোসেন, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, কার্যনির্বাহী সদস্য আনহার উদ্দিন, সদস্য মোতাল্লেব আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একাত্তরে বাঙালি জাতি সাহসিকতার পরিচয়ে দিয়ে পাকিস্তানিদের জুলুমের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিল। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতায় আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা বিজয়ের দিন দোকানপাট বন্ধ রেখে কর্মসূচি সফল করার জন্য এসোসিয়েশনের সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।