সুনামগঞ্জের তাহিরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালি পথসভা করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টায় তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো উপজেলা সদরে একটি র্যালি বের করে। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে বিজয় দিবস উপলক্ষে উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা র্যালি ও পথসভা করেছে। সকাল দশটায় একটি বিজয় র্যালি বের হয়ে বাদাঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় শহিদমিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শেষে বাদাঘাট বাজারে ঝিগাতলায় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম, উপজেলা বিএনপির সহ সভাপতি মহিউদ্দিন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মনজুর আলী ও সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাওলানা আবুল কাসেম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডা. এসকে শফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য আব্দুস সামাদ, উপজেলা যুবদলের সদস্য আমির শাহ্, সাইফুল ইসলাম, আবুল কালাম, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মিয়া ও সদস্য সচিব রুবেল মিয়া প্রমুখ।