বিক্রম দোরাইস্বামী ও সৈয়দ নজিবুল বশর সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার (১৩ জুন) ঢাকার বারিধারাস্থ ইন্ডিয়ান হাইকমিশনের অফিসে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

আলোচনা চলাকালে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিছু কর্মকর্তার বিবৃতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে সেই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী, বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সম্পর্কের ব্যাপারে জোর দিয়েছেন।

হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ সময় সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে আশ্বস্ত করে জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কতিপয় ব্যক্তির করা টুইট ও মন্তব্যগুলো ভারত সরকার বা সেই ব্যক্তিদের নিজ রাজনৈতিক দলের মতাদর্শকে প্রতিফলিত করে না। ভারতীয় জনতা পার্টি গত ৫ জুন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে লিখিত আকারে এই মন্তব্যগুলির স্পষ্ট নিন্দা জানিয়েছে।

তারা উভয়েই একমত হন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল কাজ করছে, যারা এই অবমাননাকর মন্তব্যগুলিকে ব্যবহার করে জনগণকে উস্কে দেয়ার চেষ্টা করছে।

মাইজভান্ডারী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের ও পাকিস্তানের সপক্ষের শক্তিগুলো এই ঘটনাটিকে দেশের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব নিশ্চিত করতে বাংলাদেশ তরিকত ফেডারেশন কর্তৃক প্রকাশিত প্রেস বিবৃতির একটি কপি হস্তান্তর করেন এবং জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী যে কোনো শক্তিকে দুই দেশের মধ্যে এই ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত করতে দেওয়া যাবে না।