বিএনপি-জামাতের ভোটে নজর সেলিমের, চাইলেন সমর্থন

ততত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ভোট বর্জন করেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। নির্বাচন বয়কটের পাশাপাশি দাবি আদায়ে নানা কর্মসূচী দিয়ে রাজপথে আন্দোলনে আছে তারা। তাদের সমর্থক ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন কিনা তাও অনিশ্চিত, তবে নিজেকে তাদের ভাই দাবি করে ভোট পাওয়ার আশা করছেন সিলেট-৬ আসনের জাতীয় পার্টি মনোনীত আলহাজ্ব সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিয়ানীবাজারে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্যে পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, দুটি বড় দল বিএনপি এবং জামাত। তারা তাদের দলের সিদ্ধান্তে নির্বাচনে আসে নাই। তারা তাদের ভাই সেলিম উদ্দিনকে সমর্থন করবে, নৌকায় ভোট দিবে না। বিএনপি এবং জামাতের ভাইদের আশ্বস্ত করতে চাই আমার দ্বারা আপনাদের কোন ক্ষতি হবে না, আপনারা আমাকে সমর্থন করুন।

তিনি বলেন, আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। নৌকা নিয়ে নুরুল ইসলাম নাহিদ, আরেকদল স্বতন্ত্র সরওয়ার হোসেন, আরেকদল তৃণমূল বিএনপি। তিনজন প্রার্থী একদলে। আর আমরা এককভাবে আছি। জাতীয় পার্টির কোন বিকল্প প্রার্থী নেই। তাই মানুষ লাঙ্গলে তাদের আমানত ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় জাতীয় পার্টির ১০টি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ ২১ বছর পর জাতীয় পার্টি দলীয় প্রতীক লাঙ্গল প্রতীকে নির্বাচন করছে। আমার কোন সিন্ডিকেট নেই। আমি নির্বাচিত হলে কারো পরামর্শ নিয়ে আমার কাছে যেতে হবে না। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার মতো গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন করতে চাই।’

পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, লন্ডর মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি শামসুল হক, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি শামসুদ্দিন চৌধুরী ফারুক, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ চৌধুরী, সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, পৌর জাতীয় পার্টির আহবায়ক ইউনুছ আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, সদস্য সচিব এহসানুল হক শামিম, জেলা যুব সংহতির সদস্য ময়নুল হক, লুৎফুর রহমান, গিয়াস উদ্দিন, নুরুজ্জামান আকন্দ, শহিদ আহমদ প্রমুখ।