বিএনপির খুলনার সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সমাবেশে আসা যাদের বিরুদ্ধে মামলা আছে কিংবা নাশকতা করতে পারেন বলে সন্দেহ হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্ক-এর চতুর্থ বার্ষিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখা বিষয়ে তিনি বলেন, ‘বাস বন্ধ রাখা একান্তই বাস মালিক-শ্রমিকদের ব্যাপার। এ বিষয়ে সরকারের কোনও এখতিয়ার নেই।’
জন্মের পরেই জাতীয় পরিচয়পত্রের তৈরির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে, এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল, তাই থাকবে।’