বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ যাতে তাদের ভোটধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে আমাদের কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের পরাজিত অপশক্তি অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি সোমবার (১১ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৩১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মুরাদপুর বাজারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সাম্য, মানবিক সমাজ বিনির্মানে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের সবাইকে দেশনায়ক তারেক রহমানের নির্দের্শে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দলীয় দিক নির্দেশনা মেনে দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। সে ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতায় নিয়ে এগিয়ে যেতে হবে।
৩১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম এবং লায়েছ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আব্দুর রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।