বিএনপির পর এবার আওয়ামী লীগের শান্তি সমাবেশ পেছানোরও ঘোষণা আসলো। কাঙ্খিত স্থান না পাওয়ায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ও সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশ পিছিয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে।
একই সাথে পরিবর্তন করা হয়েছে সমাবেশের জায়গাও। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পরিবর্তে রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
তিনি বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের পরিবর্তে শুক্রবার পুরনো বাণিজ্য মেলার মাঠে যৌথ সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
এর আগে বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিলেন তারা। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে শান্তি সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে অনুমতি দেয়নি ডিএমপি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন তারা। সেখানে অনুমতি না মেলায় একদিন পিছিয়ে শুক্রবার সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে।
এদিকে পুলিশের অনুমতি না পেয়ে মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়েছে বিএনপিও। তারাও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার নয়া পল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।